পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্র যেকোনো বিষয়েই নিজের মতামত প্রকাশে পিছপা হন না। সম্প্রতি, আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন ও অনুভূতির ব্যাপারে খোলামেলা আলোচনা করেছেন। শ্রীলেখা জানান, তার ওজন বৃদ্ধির পেছনে মূলত অবসাদ দায়ী। দীর্ঘদিন কাজ না থাকার কারণে তার শারীরিক দেখভাল করার আগ্রহ কমে গিয়েছিল এবং এ সময় অনলাইনে খাবার অর্ডার করা এবং মিষ্টি খাওয়ার অভ্যাস তৈরি হয়েছিল, যার ফলে তার শারীরিক অবস্থা পরিবর্তিত হয়।
অভিনেত্রী আরও জানান, অবসাদের কারণে তিনি ওষুধও খাচ্ছেন এবং একসময় সোশ্যাল মিডিয়াতে টলিউডের তারকাদের নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তাকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এসব কারণে তাকে লোক পার্টি ও প্রিমিয়ারে ডাকা বন্ধ হয়ে গিয়েছিল এবং রাজনৈতিক মতাদর্শের জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছিল, তবে তিনি এসব নিয়ে চিন্তা করেন না বলে জানান।
টলিউডের বর্তমান পরিস্থিতি সম্পর্কে শ্রীলেখা বলেন, অতীতে সিনেমা জগতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা রাজনৈতিক মিছিলে অংশ নিতেন, তবে এখন সেই পরিবর্তন দেখা যাচ্ছে। এখন সিরিয়াল এবং যাত্রার কাজের মান নেমে গিয়েছে, যা তার পছন্দ নয়। তিনি এ ধরনের যান্ত্রিক কাজ করতে চান না এবং তার নতুন সিনেমা "মহানগরী" নিয়ে উচ্ছ্বসিত, যা এই মাসে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।